About Software


Pattern Making Software

প্যাটার্ন মেকিং সফট্ওয়ার

গার্মেন্টস শিল্পের উন্নয়নে প্যার্টান মেকিং এ যত সফট্ওয়ার ব্যবহার করা হয়, ACCUMARK Advanced Edition সব চেয়ে ভাল মানের প্যার্টান তৈরী করতে সহায়তা করে। তাই দিন দিন Accumark বা, GERBER Technology'র চাহিদাও বৃদ্ধি পাচ্ছে।

কার্য বিবরনী
গার্মেন্টস শিল্পের সঙ্গে জড়িত সকল শাখাই প্রয়োজনীয় হিসাবে বিবেচিত। তারপরও যদি কোন গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান মনে করে যে, তার প্রতিষ্ঠানকে একটি আধুনিক ও Buyer Accepted প্রতিষ্ঠানে পরিনত করতে চায়, তাহলে ঐ প্রতিষ্ঠানে তথাকথিত CAD Section অতি আবশ্যক। আর এই CAD Section-এই আপনার প্রয়োজন GERBER Tecnology'র ACCUMARK Software ।
কারন, আপনার প্রতিষ্ঠানের এই Section যার দ্বারা পরিচালিত হবে,সে আপনাকে দিবে অল্প সময়ে আপনার প্রোডাকশনকে দ্বিগুন মাত্রা। আর সুন্দর পোষাক তৈরী করতে হলে প্রয়োজন একটি সুন্দর প্যার্টান। যা এই সফট্ওয়ার-এ করা সম্ভব।

আমার কর্মস্থল




আমি যা নিয়ে খেলা করি, তার একটি

Infinity For Industrial Fabrics
Gerber Plotter Machine

Technology By- GERBER TECHNOLOGY

কার্য বিবরনী

এটা একটা মেশিন, যার মাধ্যমে বড় একটা পেইজে প্রিন্ট আউটপুট দেয়া সম্ভব। তবে অবশ্যই তা ড্রয়িং রিলেটেড হতে হবে। আমাদের দেশে এই Technology ব্যবহার করে গার্মেন্টস প্রতিষ্ঠান। যা ব্যবহারে অতি অল্প সময়ে এবং গার্মেন্টস শিল্পের প্রোডাকশন খুব দ্রুত বৃদ্ধি করা সম্ভব।